সোনারগাঁ রয়েল রিসোর্ট ,
সোনারগাঁ লোক ও কারুশিল্প জাদুঘরের কাছেই অবস্থিত। আয়তনে তেমন বড় না হলেও রিসোর্টটি বেশ গোছানো।রিসোট টিতে প্রবেশ মুল্য ৫০ টাকা ভ্রমন প্রেমীদের জন্য। রিসোটের প্রবেশ দার টি বেশ সুন্দর। এটা মেইন গেইট। এই দিক দিয়ে রিসোটের অখিতিদের প্রবেশ।
যারা ট্রাভল করে দেখতে চান তাদেরকে রিসোটের দক্ষিন পাশে আরেকটি প্রবেশদার আছে ,আপনাকে এই দিক দিয়ে ডুকতে হবে।
রিসোটের ভিতরের ডুকতেই দেখতে পারবেন সু বিশাস রিসিপসানিষ্ট লবি। রয়েছে নান্দনিক ইন্টিরিয়র ডিজাইনের ওয়েটিং এরিয়া।
রিসোটের সকল ইনফরমেশন আপনি এখান খেওেকই পেতে পারেন।। রয়েছে সুন্দর ডিজাইনের ইন্টিরিয়র উপাদান।
এখানে রয়েছে আন্ডার গ্রাইন্ড কার পার্কিং ব্যবস্থা।
রিসোর্ট প্রাঙ্গনে রয়েছে প্রকৃতির ছোয়া। ফুলের বাগান। রয়েছে গোল্ডেন ফিস। সোনারগাঁ রয়েল রিসোর্ট খুবই পরিপাটি ও গুছানো।
রয়েল রিসোর্ট দুটিকে একসাখে সংযুক্ত করে আছে একটি ব্রিজ যা তং তয়ায় অবস্থিত। সোনারগাঁ রয়েল রিসোর্ট টি
অনেকটা প্রাসাদের মতই মনে হচ্ছে ্েরে বাহিরের নান্দনিক কারকাজ দেখে। আপনারে কেম সনে হয় ? কসেন্ট করে জানিযে দিন।
রিসোর্ট প্রাঙ্গনে একটি ছোট সুইমিং পুল আছে। রিসোর্টের ছাদ থেকে বিশাল দীঘি ও সবুজ প্রান্তর দেখা যায়। রিসোর্টের আবাসিক
ভবনগুলোর নির্মাণশৈলী আলাদাভাবে নজর কাড়ে। যারা দূর থেকে সোনারগাঁ জাদুঘর, পানাম নগর ও অন্যান্য দর্শনীয় স্থান দেখতে আসেন
এখানে তাদের রাত্রিবাসের জন্য একমাত্র ভালো জায়গা সোনারগাঁ রয়েল রিসোর্ট।
এই রিসোর্টে পাঁচ ধরণের রুম ও সুইটের পাশাপাশি রয়েছে বিলিয়ার্ড ও অন্যান্য ইনডোর গেমের ব্যবস্থা। এছাড়া আছে রেস্টুরেন্ট ও
বারবিকিউ করার ব্যবস্থাও।
এই রিসোর্ট এ আছে ২ ডাবল বেডের রুম যার বুকিং খরচ প্রতি রাত 12000 টাকা। এর মধ্যে পাবের ২৪ ঘন্টা রুম সার্বিস। ৪জনের বুফেট নাস্তা, ওয়েলকাম ড্রিংক।
রয়েছে সুপার ডিলাক্স রোম। বুকিং খরচ প্রতি রাত 10,000 টাকা। এর মধ্যে পাবের ২৪ ঘন্টা রুম সার্বিস। ৩জনের বুফেট নাস্তা, ওয়েলকাম ড্রিংক।
Executive ডিলাক্স রোম। বুকিং খরচ প্রতি রাত 8,500 টাকা। এর মধ্যে পাবের ২৪ ঘন্টা রুম সার্বিস। 2জনের বুফেট নাস্তা, ওয়েলকাম ড্রিংক।
Deluxe Twin বুকিং খরচ প্রতি রাত ৭,000 টাকা। এর মধ্যে পাবের ২৪ ঘন্টা রুম সার্বিস। 2জনের বুফেট নাস্তা, ওয়েলকাম ড্রিংক।
Deluxe Twin
সোনারগাঁ রয়েল রিসোর্ট থেকে আপনি পায়ে হেঁটেই ঘুরে আসতে পারবেন সোনারগাঁ জাদুঘর
বাংলার ইতিহাস ও ঐতিহ্য বিষয় গুলো নিয়েই এই বাংলার পুরাতন রাজধানী সোনারগাঁও। সোনারগাঁ জাদুঘর এর ভিডিও দেখতে উপরের আই কার্ড এ কিল্ক করুন।
অথবা ভিডিওর ডেসক্রিপশনে আমি লিং দিয়ে দিয়েছি।
সোনারগাঁ রয়েল রিসোর্ট একটু দুরেই রয়েছে পানাম নগর,বা পানাম সিটি। ইস্ট ইন্ডিয়া কোম্পানীর বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায়
গড়ে উঠে পানাম নগরী। পরবর্তিতে এই পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় নীল বাণিজ্য। ইংরেজরা এখানে বসিয়েছিলেন নীলের বাণিজ্যকেন্দ্র।
সময় থাকলে ঘুরে আসতে পারেন পানাম নগরী থেকে। পানাম নগরীর ভিডিও দেখতে উপরের আই কার্ড এ কিল্ক করুন।
অথবা ভিডিওর ডেসক্রিপশনে আমি লিং দিয়ে দিয়েছি।
যেভাববে যাবেন।
ঢাকার গুলিস্তান থেকে প্রতিদিন সোনারগাঁর উদ্দেশ্যে অসংখ্য বাস ছেড়ে যায়। বাসযোগে মোগড়াপাড়া বাসস্ট্যান্ড নেমে যাবেন।
সেখান থেকে সিএনজি অটোরিকশা বা রিকশাযোগে সরাসরি যেতে পারবেন সোনারগাঁ রয়েল রিসোর্ট।
===================================================