হিমছড়ি ঝর্না ও পাহাড়, কক্সবাজার Himchari, cox'sBazar | Ghurtecholo
কক্সবাজার শহরের ১২ কিলোমিটার দক্ষিনে এবং কলাতলী সৈকত থেকে ৬ কিলোমিটার দূরে হিমছড়ি অবস্থিত। কক্সবাজারে রয়েছে পর্যটকদের জন্য বেশকিছু আকর্ষণ। হিমছড়িতে গিয়ে আপনি এখানকার প্রসিদ্ধ ঝর্ণা দেখতে পারেন যদিও শীতকালে এখানকার ঝর্ণাটি শুকিয়ে যায় তবে বর্ষাকালে এখানে আসলে আপনি ঝর্ণার পানির পূর্ণ প্রবাহ উপভোগ করতে পারবেন।পাম গাছ এবং বাঁশঝাড়ে ঘেরা একটি অপূর্ব পিকনিক স্পট হল হিমছড়ি। শীতকালে যখন সূর্য পাহাড়ের উপর উদিত হয় এবং নীল সমুদ্রে অস্ত যায় তখন হিমছড়ি ভিন্ন এক রূপ ধারন করে। কক্সবাজার শহর থেকে মাত্র ৮ মাইল দূরে অবস্থিত হিমছড়ির পথে ভোরবেলা সৈকত ধরে ভ্রমন করলে আপনি এক ভিন্ন অভিজ্ঞতা অর্জন করবেন। হিমছড়ির নানাবিধ আকর্ষণ প্রচুর পর্যটকদের এখানে আকর্ষিত করে নিয়ে আসে।
#coxsbazar #himchari #coxsbazar
#হিমছড়ি #ঝর্না ও #পাহাড়, #coxsbazar কক্সবাজার Himchari, cox'sBazar
_________________________________________
Thank you so much for watching this video. Please don't forget to Like, give your feedback and share it with your friends and family.
__________________________________________
Thank you for view my Video #Ghurtecholo
===================================================
Our Social Media link
Our website https://ghurtecholo.com/
Visit our Facebook page Facebook
Visit our YouTube | Ghurtecholo