সিলেট ভ্রমণ Sylhet tour। ghurtecholo
#সিলেট #ভ্রমণ Sylhet tour বাংলাদেশের জনপ্রিয় ভ্রমণ গন্তব্যগুলোর মধ্যে সিলেট অন্যতম। অনেক পর্যটকের কাছে সিলেট ভ্রমণ প্রিয় একটি স্থান।
নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেটকে করেছে অপরূপ সৌন্দর্যে সজ্জিত। সিলেট জেলার আনাচে-কানাচে রয়েছে অসংখ্য সৌন্দর্য মণ্ডিত স্থান। যেকাউকে মুগ্ধ করে সিলেটের অপরূপ সৌন্দর্য। তাইতো ভ্রমণপিপাসুদের কাছে সিলেট বাংলাদেশের ভূস্বর্গ, অনেক বেশি জনপ্রিয় স্থান।
সিলেটের সবথেকে বেশি জনপ্রিয় স্থানগুলোর মধ্যে রয়েছে বিছনাকান্দি, পান্তুমাই এবং রাতারগুল সোয়াম্প ফরেস্ট। ব্যস্থতার দরুন অনেকে সময় নিয়ে আসতে পারেন না, ফলে একদিনে কম খরচে সিলেট ভ্রমণ কীভাবে করা যায় সে সম্পর্কে জানতে চান। একদিনের ট্যুরে আজকে আমাদের এই ব্লগে জানাবো আপনি কিভাবে একদিনে সিলেটের এই তিনটি স্থান ভ্রমণ করবেন, তাও আবার একদম কম খরচে। যেহেতু আপনি একদিনে সিলেট ভ্রমণ করবেন, কাজেই সেক্ষেত্রে আপনাকে যত সকালে সম্ভব বেড়িয়ে পড়তে হবে সিলেট থেকে। সেক্ষেত্রে ভোরের মধ্যে পৌঁছাতে হবে সিলেটে। সময়ের দিকে নজর রাখতে হবে যথেষ্ট। দিবানৈশ বাসগুলি সিলেটে সকালের মধ্যেই পৌঁছে যায়। তাছাড়া ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস ভোর ৫টায় সিলেটে পৌঁছে। ব্যাক্তিগতভাবে এই ট্রেনটি আমার কাছে বেশ প্রিয়।
Post a Comment