User-agent: * Disallow: /search Allow: / Sitemap: https://ghurtecholobd.blogspot.com//sitemap.xml Sitemap: https://ghurtecholobd.blogspot.com//sitemap-posts.xml Sitemap: https://ghurtecholobd.blogspot.com//sitemap-pages.xml Ghurtecholo: সুর্বনগ্রাম সাফারি পার্ক subornogram Safari Park

Tuesday, June 27, 2023

সুর্বনগ্রাম সাফারি পার্ক subornogram Safari Park

 


সূবর্ণ গ্রাম পার্ক ও রিসোর্ট । বাংলাদেশের সর্ব বৃহৎ পার্ক । এই পার্কে এক সাথে থাকছে বড় ও শিশুদের জন্য বিভিন্ন প্রকার রাইড,  রয়েছে একটি ওয়াটার পার্ক, রয়েছে একটি সাফারি পার্ক, আরো রয়েছে পিকনিক স্টট। যারা ঘুরে বেড়াতে পছন্দ করেন তাদের জন্য আজকের এই ভিডিও ।



ঘুরতেচল ট্রাভল চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিও টি একটি ফ্যামিলি ট্যুর। আর এই টুর টি ২টি ভাগে ভিবক্ত। কোন কিছু মিছ 

করতে না চাইলে সম্পুর্ন  ভিডিটি দেখুন । আর আপনি চ্যানেলটি প্রথম দেখে থাকলে এখনই স্বাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন।

১ম পার্ট

রাজধানী ঢাকার কাছেই নারায়নগঞ্জ জেলার ভুলতা এলাকা এই পার্কটি অবস্থিত। 

প্রকৃতির কাছাকাছি যেতে চাইলে ঘুরে আসতে পারেন ভূলতার সূবর্ণ গ্রাম  ও রিসোর্ট । যে কোন জেলা থেকে আপনি আসেন না কেন ?, 

আপনাকে প্রথমে আসতে হবে ঢাক সিলেট মহাসরকের ভুলতা / গাউছিয়া বাস স্টান্ড। সে খান থেকে অটো করে ১০ টাকায়,

আর রিস্কায় ২০ দিয়ে আসতে পারবেন এই সূবর্ণ গ্রাম পার্কটিতে। আর যারা গাড়ি নিয়ে আসবেন তারা সরাসরি সূবর্ণ গ্রাম পার্ক আসতে পারবেন। রয়েছে পরযাপ্ত 

পার্কিং ব্যবস্তা।

মেইন রাস্তায় দারিয়ে আপনি দেখতে পাবেন সুবিসাল এই পার্কটির মেইন গেইট। ১ম গেইট পার হলে পাবেন আরো ১টি গেইট। সেখানেই আপনাকে টিকেট

কাটতে হবে। টিকেট জন প্রতি ৩০০ টাকা ( ১০ বছরের উপরে) আর  ৩ থেকে ১০ বছর এর শিশুদের জন্য ২০০ টাকা টিকেট। 

টিকিট নিয়ে প্রবেশ করতেই আপনাকে প্রথমেই সিড়ি দিয়ে উঠতে হবে ২য় তলায়, একটু এগুলেই আবার সিড়ি দিয়ে নামলেই দেখতে পাবেন পার্কের প্রথম দাপ।

হাতির পাল । ছোট বড় অনেক হাতি। এগুলো সিমেন্ট,বালি দিয়ে নয়, পিতলের তৈরি। পাশেই আছে জিরাফ ও মহিষ। 

আর দেয়ালের রঙিন চিত্রকর্মতো আপনাকে মুগ্দ করবেই । আর সাথেই রয়েছে চিরচেনা সবার জন্য এই রাইটি। 

একটু আগে বারলেই আবার দেথতে পাবেন আরো ৩টি রাইড। এভাবে আপনি যত সামনে যেতে থাকবেন, আর ভিবিন্ন ধরনের রাইড দেখতে পারবেন।

আর পাশাপাশি আপনি মুগ্ধ হবেন প্রকৃতির গাছ পালা ও দৃষ্টি নন্দন ভিবিন্ন স্থাপনা দেখে। পুরু পার্কটি পাকা রাস্তার পাশা পাশি রয়েছে টাইল করে দেয়া বসার ব্যবস্থা।

গ্রামটি গুড়ে দেখতে দেখতে ক্লান্ত মনে হলে রয়েছে স্পেশাল সিটিং কর্নার। আরো আছে পর্যাপ্ত ওয়াস ব্লক। 

এই পার্কে আপনি হাটলে কথনও শূন্যতা মনে হবে না। ভিবিন্ন পয়েন্টে রয়েছে ভিবিন্ন বাস্কর্য।

শিশিুদের জন্য ভিবিন্ন ফ্রি রাইড এর পাশাপাশি রয়েছে ৫০-১০০ টাকার ইলেট্রিক রাইড ও । পুরো সূবর্ণ গ্রাম পার্কটি পায়ে হেটে গুরতে ২-৩ ঘন্টা লাগতে পারে আপনার

সূবর্ণ গ্রাম পার্কের ভিতরে রয়েছে কয়েটি ড্রিংক সপ। চাইলে ভিবিন্ন ড্রিংক ও আিইসক্রিম কিনে খেতে পারেন। আর দুপুরের খাবার বা লান্স করতে চাইলে রয়েছে

রেস্টুরেন্টও,যা আপনি দেখতে পাবেন প্রথম প্রবেশ ধার হাতির পাল এর ডান পাশেই। আপনি চাইলে বাহির থেকে খাবার নিয়ে গিয়েও খেতে পারবেন।

কিন্তু কোন রকমে পরিবেশ দুষণ বা নোংরা করা যাবে না। আপনার ব্যবহতি ভিবিন্ন চিপ্স পিকিট, পানির বোতল, কাপ নির্দিষ্ট ডাষাটবিনে ফেলবেন।

অন্যথায় জরিমানা ও দিতে হতে পারে।

২য় পার্ট

১০০ একর জমি জুড়ে বাংলাদেশের সর্ব বৃহৎ এই সূবর্ণ গ্রাম পার্ক। 

এখানে পিকনিক স্পট এর পাশাপাশি রয়েছে বড় ও শিশুদের জন্য বিভিন্ন প্রকার রাইড। এখানে রয়েছে একটি ওয়াটার পার্ক যেখানে আপনি মাত্র ১০০ টাকায়

স্পিডবোডে পুরো ওয়াটার পার্ক ঘুরতে পারবেন। আরো রয়েছে গোড়ার গাড়ি। সেটাও ১০০ টাকা করে জন প্রতি টিকেট। সেটাদিয়ে আপনি সূবর্ণ গ্রাম পার্কটির লেক সাইড ভ্রমন করেও দেখতে পারবে।

আর আরো রয়েছে একটি মিনি সাফারি পার্ক , যেখানে আপনি গাড়িতে বসে সরাসরি উঠপাখি, ইমু পাখি, গোড়া, গরু সহ আরো অন্যান্য প্রানি দেখতে পারবেন।