User-agent: * Disallow: /search Allow: / Sitemap: https://ghurtecholobd.blogspot.com//sitemap.xml Sitemap: https://ghurtecholobd.blogspot.com//sitemap-posts.xml Sitemap: https://ghurtecholobd.blogspot.com//sitemap-pages.xml Ghurtecholo: May 2023

Sunday, May 21, 2023

শাইরা গার্ডেন রিসোর্ট Shaira Garden Resorts ভ্রমণপিপাসুদের কাছে সাড়া জাগিয়েছে।

শাইরা গার্ডেন রিসোর্ট Shaira Garden Resorts ভ্রমণপিপাসুদের কাছে সাড়া জাগিয়েছে।

#শাইরা_গার্ডেন #ছাইরা_গার্ডেন_রিসোর্ট #batch96bangladesh

ঢাকা থেকে মাত্র ২২ কিলোমিটার দূরে প্রায় ৩০ বিঘা জমির উপর নির্মিত বিলাসবহুল শাইরা_গার্ডেন রিসোর্ট (Shaira Garden Resorts)। নারায়ণগঞ্জ জেলার মদনপুর ইউনিয়নের হেদায়েত পাড়া গ্রামের নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে গড়ে তোলা সায়রা গার্ডেন রিসোর্ট ইতিমধ্যে নারায়ণগঞ্জ ও আশপাশের ভ্রমণপিপাসুদের কাছে সাড়া জাগিয়েছে।


কড়া নিরাপত্তা বেষ্টনির মধ্যে শাইরা_গার্ডেন রিসোর্ট। বিনোদন কেন্দ্রটিতে বিশাল পুকুরের এক পাশে রয়েছে ছোট ছোট কটেজ, আছে পরিবার-পরিজন নিয়ে থাকার উপযোগী বড় কক্ষ। খাবার ব্যবস্থা থেকে শুরু করে আধুনিক বিনোদনের সব ব্যবস্থাই রয়েছে শাইরা_গার্ডেন এন্ড রিসোর্ট এ। শাইরা_গার্ডেন রিসোর্ট এ রয়েছে ৭ ধরনের রুম যাতে আছে টিভি, এসি সুবিধা, ওয়াইফাই, জিমনেশিয়াম, জেনারেটর, সুইমিংপুল, বার-বি-কিউ, ফিশিং, লন্ড্রি সার্ভিস, কার পার্কিং, গরম এবং ঠান্ডা পানি সরবারহ সহ আধুনিক সকল সুবিধা। আছে ২৫০ লোকের ধারন ক্ষমতা সম্পন্ন কনফারেন্স হল। শাইরা_গার্ডেন রিসোর্ট এর রুম ভাড়া ও প্রবেশ ফি ছাইরা_গার্ডেন রিসোর্টের ৭ ক্যাটাগরির রুমের যেকোন একটিতে থাকতে হলে আপনাকে প্রতি রাতের খরচ করতে হবে ৪,৫০০ টাকা থেকে ১১,০০০ টাকা পর্যন্ত। প্রতিটি রুম এয়ার কন্ডিশন্ড, টিভি, ঠান্ডা ও গরম পানির ব্যবস্থা আছে। আছে সকাল, দুপুর ও রাতের খাবার সহ বিভিন্ন প্যাকেজ। ছাইরা_গার্ডেন রিসোর্টে আছে সারাদিনের ডে লং প্যাকেজ। বিভিন্ন শর্ত, সুযোগ সুবিধা ও সেবার মান অনুযায়ী ডে লং প্যাকেজের মূল্য ৮৫০ থেকে ১২০০ টাকা। শাইরা_গার্ডেন প্রায় সময়ই নানা ধরণের প্যাকেজ থাকে এবং সময়ভেদে ভাড়া ও বিভিন্ন প্যাকেজ রেট পরিবর্তন হয়। তাই সবচেয়ে ভাল বুকিং করার আগে রিসোর্ট বুকিং ম্যানেজারের সাথে কথা বলে বর্তমান প্যাকেজ সম্পর্কে জেনে নেওয়া। যোগাযোগ বুকিং: +৮৮০১৭০০৬৯১৪৩৯ ফোন নাম্বার – +৮৮০১৯৭৫৮৮৮৭২৮, +৮৮০১৭৪৬০৮০৮৫৬, +৮৮০১৭৮৭৬৯৬৫২৮, +৮৮০১৭৮৭৬৬২২৯৫ ওয়েবসাইট: shairagardenresorts.com