User-agent: * Disallow: /search Allow: / Sitemap: https://ghurtecholobd.blogspot.com//sitemap.xml Sitemap: https://ghurtecholobd.blogspot.com//sitemap-posts.xml Sitemap: https://ghurtecholobd.blogspot.com//sitemap-pages.xml Ghurtecholo: জাতীয় সংসদ ভবন ৩৬০ ডিগ্রি উপর থেকে

Sunday, March 12, 2023

জাতীয় সংসদ ভবন ৩৬০ ডিগ্রি উপর থেকে

 জাতীয় সংসদ ভবন ৩৬০ ডিগ্রি উপর থেকে। Bangladesh National parliament top view।

জাতীয় সংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইনসভা। এককক্ষ বিশিষ্ট এ আইনসভার সদস্য সংখ্যা ৩৫০; যার মধ্যে ৩০০ জন সংসদ সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন এবং অবশিষ্ট ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। সংরক্ষিত আসনের নারী সদস্যগণ নির্বাচিত ৩০০ সংসদ সদস্যের ভোটে (পরোক্ষ নির্বাচন পদ্ধতিতে) নির্বাচিত হন। সংসদের মেয়াদকাল পাঁচ বছর । জাতীয় সংসদ ভবন, পুরো বিশ্বে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় আইনসভা ভবনের একটি। বিশ্বস্তরে বাংলাদেশের পরিচয়সূচক প্রতীকী ভবন এটাই। রাজধানীর শের-ই-বাংলা নগরে ২১৫ একর জায়গাজুড়ে স্থাপিত বাংলাদেশের জাতীয় সংসদ ভবন। নানা চড়াই-উতরাই পেরিয়ে বিশ্ব স্থাপত্যকলার অনন্য নিদর্শন, বাংলাদেশের এই আইনসভা যাত্রা শুরু করেছিল ১৯৮২ সালের ২৮ জানুয়ারি তথা আজকের দিনেই। বাংলাদেশের বর্তমান সংসদ ভবন কমপ্লেক্সটির পরিকল্পনা গৃহীত হয়েছিল ১৯৫৯ সালে। পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ) ও পশ্চিম পাকিস্তানের (বর্তমান পাকিস্তান) আইনসভার জন্য পাকিস্তানের প্রস্তাবিত দ্বিতীয় রাজধানী ঢাকার শেরে বাংলা নগরে ভবনটি নির্মানের সিদ্ধান্ত নেয়। ভবনটি নির্মানের জন্য নির্বাচিত করা হয় সে সময়কার পৃথিবীখ্যাত স্থপতি লুই আই কানকে। ১৯৬০ সালে তার দেওয়া প্রাথমিক নকশা অনুমোদনের পর ১৯৬১ সালে জমি অধিগ্রহণের কাজ শুরু হয়।

video link: https://www.youtube.com/watch?v=5Iuz-CFwAVY